
সারাদেশেব্যাপী জাতীয়তাবাদি দল বিএনপি ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গাইবান্ধা জেলাজুরে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ গাইবান্ধা সরকারী কলেজ, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর উপজেলা ছাত্রদল আয়োজনের খবর পাওয়া গিয়েছে।
১০ অক্টোবর সকালে গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়, ছাত্রনেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,আমির হামজা,সোহেল রানা,সাইফুল ইসলাম শাওন,বাপ্পি, রিফাত হাসান প্রমুখ।
সকাল ১১ টার সুন্দরগঞ্জ বিক্ষোভ মিছিলে উপজেলা আহ্বায়ক নাহমূদুল হক রাসেলের নেতৃত্বে,বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, পৌর যুবদল সভাপতি ইখতিয়ার হোসেন পপেল। এসময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগন বিক্ষোভে উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বাহির গোলা মসজিদের সামনে সমাবেশে করে।
পলাশবাড়ী সরকারি কলেজ শাখার উদ্যোগে সকালে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি কলেজ চত্বর প্রর্দক্ষিণ শেষে কলেজ ছাত্রদলের সভাপতি মামুনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ- সভাপতি মিল্লাত সরকার মিলন,সহ-সভাপতি রাজু আহম্মেদ ,যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, যুগ্ন সাধারণ সম্পাদক সাগর সরকার মিনু, সহ- সাংগঠনিক আপেল মাহমুদ, যুগ্ম-সম্পাদক লেবু মিয়া, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে বিকাল ৩ টায় বিএনপি’র কার্যালয় থেকে শতাধিক নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
জেলার সাদুল্যাপুর এদিন ছাত্রদলের নেতাকর্মীরা বিকাল ৫ টায় একটি বিক্ষোভ মিছিল বেড় করে শহরে প্রদক্ষিণ করে।
জেলাজুরে পৃথক পৃথক বিক্ষোভে ছাত্রদলের বক্তাগণ অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও সকল শিক্ষাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবী রাখেন বক্তারা #