
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাইবান্ধার দারিয়াপুরে আন্দোলনে মাঠে নেমেছেন স্থানীয় শিক্ষার্থীরা।
বুধবার ৯ অক্টোবর দুপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিলে ‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল হয়ে উঠে দারিয়াপুর এলাকা।
এরপর গাইবান্ধা-ধর্মপুর সড়কের দারিয়াপুর স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন কমসূচি পালন করা হয়। এ সময় একাত্বতা ঘোষণা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দারিয়াপুর হাজী ওসমান গণি কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, মতিয়ার রহমান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিরণ-ময় বর্মন, রফিকুল ইসলাম, সুকুমার চন্দ্র মোদক, শিক্ষার্থী তৈয়ব মিয়া, জাকির হোসেন প্রমুখ।
বক্তারা দ্রুত আবরার হত্যার বিচার ও দোসীদের আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল, প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগ মাস্তান্দের দমনের দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।