
বুয়েটের শের-ই বাংলা হলের ছাত্র আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ফ্লোরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
নিহত আবরার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়ায়।
আজ সোমবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃত রাসেল বুয়েটের শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর ফুয়াদ সহসভাপতি।
চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানান, বুয়েট শিক্ষার্থী ফাহাদের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল ও ফুয়াদকে আটক করা হয়েছে। তারা দুজনই বুয়েট শিক্ষার্থী। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আবরার ফাহাদ নিহতের ঘটনার শেরে বাংলা হলের প্রভোস্ট জাফর ইকবালকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তার মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। আবরার ফাহাদ শের-ই বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন।