যশোরে ঝিকরগাছা উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মাদ্রাসাছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তৈয়বা (৯) ও বেলেতলা গ্রামের তরিকুল ইসলাম (২৩)।
এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় আহত হয় মাদ্রাসাছাত্রী তৈয়বা।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।