ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় সাধনা রানী (৪৫) নামে এক নারী মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে শেবাচিমে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সাধনা রানী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
সাধনা রানীর বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা।