
বগুড়ার শাজাহানপুরে একটি বিলের পানি এবং তীর থেকে কয়েকটি বস্তায় ভর্তি করা যেসব টাকা পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ ব্যাংকের। ছিঁড়ে যাওয়ায় টাকাগুলো বাতিল হওয়ায় সেগুলো ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে জালশুকা খাড়ুয়া গ্রামের চান্দাই মোড়ের রাস্তা, পুকুর ও বিল থেকে এসব টাকা উদ্ধার করে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে টুকরো টাকা উদ্ধার করে নমুনা হিসেবে থানায় নিয়ে আসি। তবে এই টাকার টুকরোগুলো বাংলাদেশ ব্যাংক ঝুট হিসেবে পৌরসভাকে দিয়েছিল। পৌরসভা এখানে সেগুলো ফেলেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, উদ্ধার হওয়া এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের নষ্ট টাকা। বাংলাদেশ ব্যাংক আবর্জনা হিসাবে গতকাল সোমবার বগুড়া পৌরসভাকে বস্তাগুলো দিয়েছিল। বগুড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা টাকাগুলো এখানে ফেলে গেছে।
উল্লেখ্য, আজ সকালে শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খেরুয়া ব্রিজ এলাকার চান্দাইমোড়ের একটি ডোবা থেকে কয়েক বস্তা টাকা জব্দ করা হয়, যেগুলোর সবগুলোই ছিল টুকরো করা। এসব টাকার মধ্যে ১০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নোটও ছিল।