
মৌসুমে প্রথমবার খেলতে নেমেই নায়ক বনে গেলেন নেইমার। যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে জয় এনে দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শনিবার নেইমারের একমাত্র গোলে লিগ ওয়ানে স্ত্রাসবুরকে হারিয়েছে টমাস টুখেলের দল।
ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখা পিএসজি প্রথমার্ধে জালের দেখা পায়নি।
অবশেষে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সতীর্থের ক্রসে দারুণ এক বাই-সাইকেল কিকে জাল খুঁজে নেন নেইমার।
এর খানিক পর আরো একবার বল জালে জড়ান এই তারকা। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।