
রাজধানীর গুলিস্তানে পুলিশকে টার্গেট করে বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকা থেকে তাদের আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নব্য জেএমবির ওই দুই সদস্যের নাম জানাননি তিনি।
আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপির উপকমিশনার।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ এপ্রিল রাজধানীর গুলিস্তানে বোমা হামলায় দুজন ট্রাফিক পুলিশ নজরুল ও একজন কমিউনিটি পুলিশ সদস্য আহত হন।