
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশটাকে আজ জুয়ার আসর বানিয়েছে বর্তমান সরকার। এর চাইতেও বড় অপরাধ করেছে ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করে।
বৃহস্পতিবার বিকালে নগরীর রেওলয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি একথা বলেন।
বিএনপির বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
বিএনপি মহাসচিব বলেন, চুনোপুঁটি ধরে গন্ধ যাবে না। এ থেকে মুক্তির জন্য নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনের দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান তিনি।বন্দুকের জোরে খালেদা জিয়াকে বেশিদিন আটকে রাখা যাবে না।