
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার পরিবারের পাঁচ সদস্য।
শুক্রবার বিকেল ৩ টা ১০ মিনিটের দিকে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন তারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও তার স্বামী রফিকুল ইসলামসহ চারজন। সর্বশেষ গত ৩০ আগস্ট পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন।