
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি করে দলে কেউ টিকতে পারবে না। এখনও সময় আছে, অন্যদের ভালো হওয়ার।
আজ রবিবার সকালে নারায়ণগঞ্জের ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এমন ১৫৭ জন বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তাদের মদদ দাতাদের বিরুদ্ধও ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনের পূর্বেই মেয়াদোত্তীর্ন দেশের সকল জেলা-উপজেলায় সম্মেলন করা হবে। কোন মেয়াদোত্তীর্ণ কমিটি থাকবে না ইনশাল্লাহ।