
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার বিকেলে প্রকাশ হতে পারে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পিএসসি সূত্র জানায়, ফল চূড়ান্ত। আজ পিএসসিতে একটি বিশেষ সভা ডাকা হয়েছে। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ নিয়েই এই বৈঠক। সভা শেষে বিকালে ফল প্রকাশ করা হতে পারে।
ওই সূত্র জানায়, রেওয়াজ অনুযায়ী বিসিএসের যেকোনো পরীক্ষার ফল প্রকাশের আগে এ ধরণের বৈঠক করা হয়। মূলত ফল প্রকাশের জন্যই এই সভা ডাকা হয়। তাই আজই সভা শেষে ফল প্রকাশ হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী।এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।