
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন। গত ২৪ জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানদের বরণ ও পুরাতন চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদের পুরাতন মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম এবং ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজাকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিদায়ী ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের পুরাতন মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার, নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক টি আই এম মকবুল হোসেন প্রমানিক, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম. গোলাম কবির মুকুল প্রমুখ।
এরআগে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। গত সোমবার রংপুর বিভাগীয় সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার কে. এম. তারিকুল ইসলাম নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাস আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমাকে শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ১৮ জন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আশরাফুল আলম সরকার লেবু। তিনি ভোট পান ২৭ হাজার ৪৪৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খয়বর হোসেন সরকার মওলা ভোট পান ১৯ হাজার ৩৬৩। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা ২৮ হাজার ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি উপজেলা কৃষকলীগ সভাপতি আতাউর রহমান মাস্টারের স্ত্রী ও উপজেলা মহিলা’লীগ নেত্রী। ভাইস চেয়ারম্যান পদে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক সফিউল ইসলাম আলম ২৯ হাজার ৯০৫ ভোট পেয়ে নির্বাচিত হন।