
রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা আক্তার রেনু হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডের আসামিরা হলো−বাচ্চু, বাপ্পী ও শাহিন।
সোমবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহরাব হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অজ্ঞাতনামা আসামিদের খুঁজে বের করতে ১০ দিনের রিমান্ড আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।
পরে আসামিপক্ষে আইনজীবী হারুন রশিদসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এরপর শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।