
ভোটার তালিকা হালনাগাদে রাজধানীর ওয়ারী, সূত্রাপুর ও ডেমরা বাদে সকল থানা এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর এসব তথ্য জানান।
ইসি সচিব আরো বলেন, তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়িতে বাড়িতে না গিয়ে দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে আইনঅনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মো. আলমগীর বলেন, নির্ধারিত সময়ে কেউ ভোটার হতে না পারলেও কোনো সমস্যা নেই। কারণ সারাবছরই ভোটার হওয়া যায়। সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে যে কোনো সময় ভোটার হওয়া যাবে।
সূত্র জানায়, গত ২৩ এপ্রিল থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ১৩৫টি উপজেলায় ২ লাখ ২৫ হাজার ৩০৭জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। চলতি বছরে সারাদেশে প্রায় ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্য রয়েছে ইসির। এ কাজে সারাদেশে ৫৩ হাজার ৫১২জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র আরো জানায়, এবার ২০০৪ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করা হবে। তবে যাদের বয়স ১৮ বছরপূর্ণ হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ২০০২ সালের ১ জানুয়ারির আগে শুধু তাদের নাম খসড়ায় আসবে। আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।