বাগেরহাটে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীসহ ২ পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন ফকিরহাটের আট্টাকি গ্রামের হোসেন শেখের ছেলে রাব্বি শেখ ও সৈয়দমহল্লার গ্রামের মোহাম্মাদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন।
আজ সোমবার (৮ জুলাই) সকালে বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ শেখ জানান, গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরহাটের বিশ্বরোড মোড়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশা ও পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাইসাইকেল আরোহী রাব্বি নিহত হন।
আহত অবস্থায় অপর পথচারী জাহাঙ্গীরকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।