
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
গতকাল মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার কালসার ডাড়া বালিকা বিদ্যালয়ের ১০ ছাত্রী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হয়েছে। আক্রান্ত ছাত্রীদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান জানায় আজ স্কুলে টিফিনের সময় ছাত্রীরা এক এক করে ক্লাশ রুমে আসছে থাকে আর অজ্ঞান হয়ে পরছে । এভাবে ১০জন ছাত্রী এ অবস্থ—া দেখে দ্রুত তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে এলে ডাক্তার ভর্তি করে । এ রোগটি সাইকোজেনিক ইলনেস হতে পারে বলে ধারনা করছেন চিকিৎসকরা।
ঊপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তিকৃতরা আশংকামুক্ত। তারা সবাই সুস্থ্য হয়ে আসছে বলে ইউএইচও রুহুল আমিন বুলেট জানায়।