
মোস্তফা মিয়া-পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জের কাদিরাবাদ বন-বিটের বে-দখলকৃত ৬০ হেক্টর জমিতে আকাশ মনি, মেহগনি, চারা রোপনের শুভ উদ্বোধন। এতে প্রধান অতিথি হিসেবে বন-বিভাগের মিঠাপুকুর রেঞ্জ কর্মকর্তা মুনজুরুল করিম, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় চেয়ারম্যান সামছুল হক, সাংবাদিক অমিতাব বর্মন, মোস্তফা মিয়া, মাসুদুর রহমান মজনু ও হাবিবুর রহমানসহ স্থানীয় গস্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সং¯ি¬ষ্ট সূেত্র জানাযায়, উপজেলার কাদিরাবাদ বন-বিটের প্রায় ৬০ হেক্টর জমি স্থানীয় বাসিন্দারা দীর্ঘদীন ধরে জোর পুর্বক জবর দখল করে চাষাবাদ কর আসছিল। একাধিকবার চেষ্ঠা করেও বনবিভাগের জমি উদ্ধার করতে পারেনি, কিন্তু এবারে মিঠাপুকুর বন-বিট বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুনজুরুল করিম এবং কাদিরাবাদ বন-বিট কর্মকর্তা আবুজার গাফ্ফারীর দীর্ঘদিনের প্রচেষ্ঠায় ও
স্থানীয় চেয়ারম্যান সামছুল আলমের সহযোগিতায় উক্ত বনের বে-দখলকৃত ৬০ হেক্টর জমি স্থানীয়রা সেচ্ছায় দখল ছেড়ে দিয়েছে । উক্ত জমিতে বৃহত্তর রংপুর জেলায় টেকসই সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে ১ লক্ষ বিভিন্ন গাছের চারা রােপন করা হচ্ছে । ৬০ একর জমির রোপনকৃত চারা সুবিধা ভোগি কৃষকদের সঙ্গে বন বিভাগের ১০ বছরের চুক্তি সম্পাদন করা হয়েছে । ১০ বছর পর গাছ বিক্রির অর্থ হতে সুবিধা ভোগি কৃষক ৪৫%, বনবিভাগ ৪৫% এবং বাকী ১০% অর্থ দিয়ে পরবর্তিতে চারা রোপন করা হবে । বনবিভাগের বে-দখল ৬০ হেক্টর জমিতে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় আনার ফলে বনবিভাগ ও স্থানীয় দখল দারদের মধ্যে দীর্ঘদীনের সংঘাতের অবসান হতে যাচেছ । এলাকাবাসী বন-বিভাগের এ উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন