
পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন কথা ফেসবুকে ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম থেকে মো. আরমান (২০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার (১২ জুলাই) ভোরে আনোয়ারা উপজেলার তৈলার দ্বীপ থেকে তাকে আটক করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চট্টগ্রাম জোনের উপপরিচালক মেজর মেহেদী হাসান
জানান, গত এক সপ্তাহ ধরে ফেসবুকে ক্রমাগতভাবে আরমান গুজব ও আতঙ্ক ছড়িয়ে আসছিল। টেলিভিশনের স্ক্রলের মতো করে ‘এইমাত্র পাওয়া’ লিখে সে গুজব ছড়াচ্ছিল। চার শিশু গায়েব, আতঙ্কে গ্রামছাড়া এলাকাবাসী—এই ধরনের নানা মিথ্যা তথ্য সে পরিবেশন করছিল।’
গুজব ছড়ানোর অভিযোগে আরমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।