প্যান্টের পকেটে থাকা আগ্নেয়াস্ত্রের ট্রিগারে অসাবধানতা বসতঃ চাপ লেগে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের মেশকাত হোসেন নামে এক ছাত্রলীগের নেতা। মেশকাত ঢাবির দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক উপ সম্পাদক।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে সূর্যসেন হলের হল গেটে নিজের গুলিতে তিনি আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, মেশকাত শনিবার সন্ধ্যার দিকে সূর্যসেন হল গেইটে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। সাথে সাথে মেশকাতের ডান পায়ের হাটুর উপর থেকে রক্ত বের হতে দেখা যায়। তখন মেশকাত হোসেন তার পকেটে থাকা পিস্তল পকেট থেকে বের করে আবার পকেটে রাখে।
মেশকাত সবসময় তার সঙ্গে অস্ত্র বহন করেন। তার লোড করা পিস্তল আনলক করা ছিল না। অসাবধানতার বশে চাপ পড়ে তার পকেট থেকে গুলি বের হয়ে নিজের পায়ে লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।