
গাজীপুরের টঙ্গীতে লাইফওয়ে নামক একটি এমএলএম কোম্পানিতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ৩২ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রোডের ওই কোম্পানিতে অভিযান চালানো হয়।
র্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে র্যাবের আভিযানিক দলটি বেলা সাড়ে ১১টার দিকে ওই অফিসে অভিযান পরিচালনা করে। এ সময় অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির হায়দারসহ ৩২ কর্মকর্তা-কর্মচারীকে আটক করে।
এ অভিযানের বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।