
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর আজ প্রথমবারে মতো সংবাদ সম্মেলনে আসেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। সেখানে ঘোষণা দেয়া হয়, জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
গত রোববার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপার সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। গত মঙ্গলবার রংপুরের নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এরপর গতকাল বুধবার রাজধানীর আজাদ মসজিদে তাঁর কুলখানি হয়। এরশাদ মারা যাওয়ার চার দিনের মাথায় জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হলো।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন করেছেন। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজের প্যাডে স্বাক্ষর করে আদেশ দিয়ে গেছেন, ‘আমার অবর্তমানে জি এম কাদের দলের চেয়ারম্যান।’
রাঙ্গা আরো বলেন, আজ থেকে জি এম কাদের দলের চেয়ারম্যান। গণমাধ্যমকেও এভাবে লেখার জন্য তিনি অনুরোধ করেন। তবে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন, তা দলীয় সভায় সিদ্ধান্ত নিয়ে স্পিকারকে জানানো হবে।
এ সময় দলের নেতারা আরো বলেন, দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই এবং ঐক্যবদ্ধ আছে জাতীয় পার্টি। সংগঠনকে আরো শক্তিশালী করার কাজ শিগগিরই শুরু হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।