উপজেলার কোমরপুর এলাকার দুদু মিয়ার পুত্র সিয়াম(১০) মাদ্রাসার ছাত্র গত দ্ইুদিন আগে সিয়াম অপহৃত হয়। পরে মুক্তিপনের দাবী করে । এদিকে কাটা এলাকায় শিশু জনৈক স্বজন সিয়ামকে মোটর সাইকেল এ দেখে ধাওয়া করে এবং কামারপাড়ায় শিশুটিসহ দুই অপহরণকারী লোকজন আটক করে গণধোলাই দিতে থাকে এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছা মাত্র উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়।একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং আহত অবস্থায় অপহরণকারী দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক কৃত অপহরনকারী মামুন (২৭)ও সৈকত (২৬)।