গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার হয়েছে।
গত ৬ জুলাই শনিবার দুপুরে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মন্জুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শাখাহার ইউপির রাজস গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী তানজু রহমান(৩৫) কে তার বসত বাড়ি হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা সহ আটক করে।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী তানজু রহমান(৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার রাজস গ্রামের আঃ কাদেরের ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবা ও গাঁজার মুল্য ৩০ হাজার ৫ শত টাকা।আসামীর বিরুদ্ধে গোবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। এই আসামীর বিরুদ্ধে আরো দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।