
গুজবসহ সকল ধরণের অপরাধ প্রতিরোধে গাইবান্ধায় জনসচেতনতা বৃদ্ধি কল্পে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা চলমান রয়েছে। এ পর্যন্ত জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় জেলার সকল থানা পুলিশ অফিসার ইনচার্জগণের নেতৃত্বে নিজ নিজ এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা,মসজিদসহ বিভিন্ন ধর্মীয় ও সেবা মুলক প্রতিষ্ঠান গুলো সর্বসাধারণকে সচেতন করতে মতবিনিময় করার পাশাপাশি সচেনতা মুলক লিফলেট বিরতণ করছেন। এছাড়াও সকল থানা এলাকায় গুজব প্রতিরোধে সচেতনতায় মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা অব্যহত ভাবে চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সাঘাটা থানা পুলিশের উদ্যোগে
মসজিদে খুতবা বয়ানের পাশাপাশি গুজব,মাদক,জঙ্গীবাদের বিষয়ে মুসল্লিদের ও জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য সাঘাটা থানার সকল সম্মানিত ইমামবৃন্দের সহিত অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান থানা ভবনে মতবিনিময় সভা করেন।
অন্যদিকে পলাশবাড়ী থানা পুলিশে উদ্যোগে থানা এলাকার স্কুল, কলেজ,মাদ্রাসায় ছাত্রছাত্রী শিক্ষক সহ সর্বসাধারনের সাথে মতবিনিময় করেন। পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের সহিত মতবিনিময় কালে যে কোন পুলিশী সহযোগীতা পেতে পুলিশের ওসি নাম্বারে কল বা ৯৯৯ কল করার জন্য আহবান জানান ওসি মাসুদুর রহমান।
এছাড়াও গোবিন্দগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গোবিন্দগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের জনসচেতনতায় মতবিনিময় চলমান রয়েছে। এসব মতবিনিময়কালে ওসি মেহেদী হাসান থানার ওসির নাম্বার সহ ৯৯৯ এ কল করার প্রয়োজনীয়তা ব্যাখা করেন। জেলার সবকয়টি থানায় এলাকায় বানভাসীদের বিভিন্ন সহযোগীতা করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি কল্পে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে।