
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের অংশে ধাপেহাট এলাকায় একনারীকে নিয়ে হঠাৎ ছেলে ধরা গুজব সৃষ্টি করে। এমন সময় উত্তেজিত জনতার গণধোলাই হতে এনারীকে রক্ষা করেন সাংবাদিক আমিনুল ইসলাম তিনি মেয়েটিকে নিজ হেফজতে নিয়ে ধাপেরহাট পুলিশ ফাড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল হতে পুলিশে হেফাজতে নিয়ে আসে।
জানা যায়, আজ ২৪ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় পীরগন্জের শ্যামলী নামের এ মেয়েটির ধাপের হাট সি,এন,জি ষ্ট্যান্ডে ভাড়া নিয়ে কথা কাটা শুরু হলে পাবলিক মিথ্যা গুজব ছরায় ছেলে ধরা সাথে অনেক লোক সমাগম হয় এসময় এগিয়ে যান সাংবাদিক আমিনুল সহ আরো অনেকে। এবং সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুজতে পেরে পুলিশ কে জানায়। এরপর ঘটনাস্থলে ফাঁড়ির পুলিশের এস,আই বাবুল ভাই ছুটে এসে মেয়েটিকে ধাপরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে গিয়ে এ নারীর ঠিকানা যাচাই বাছাই করে দেখা যায়। সে একজন ভালো মানুষ তবে একটু ভারসাম্যহীন রয়েছে। পরিবারের সদস্যদের সহিত পুলিশের কথা হওয়ার পরে এ বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
ধাপেরহাট ফাঁড়ির ইনচার্জ জানায়, সাংবাদিক ও পুলিশের হস্তক্ষেপে এ নারী কোন প্রকার মারধারের করতে দেয়নি তবে অনেকেই গালিগালাজ করেছে অল্পের জন্য গুজবের হাত থেকে রেহাই পেল শ্যামলী বেগম। তিনি আরো জানান, এ নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে পরিবারের সদস্যরা আসছে তাদের হাতে এই নারীকে তুলে দেওয়া হবে।