
কলকাতার আলোচিত মুসলিম অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে নিয়ে বেশ শোরগল মিডিয়া পাড়ায়। সম্প্রতি তিনি হিন্দু রীতিতে অমুসলিম নিখিল জৈনকে বিয়ে করে করেছেন। আর হিন্দু বধূদের মতো সিথিতে সিদুর নিয়ে ঘুরে বেশ আলোচিতো-সমালোচিতো হয়েছিলেন। আর এবার সেই স্বামীকে নিয়ে গেলেন দরগা শরীফে।
স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে খাজা হজরত নিজাম উদ্দিনের দরগা শরীফে যাওয়ার একটা ছবি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিখিল। সেখানে লিখেছেন, ‘ভগবান সর্বত্র। তুমি কোথায় তাকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার উপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।’
চলচ্চিত্রে জনপ্রিয়তাকে পুজি করে এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন নুসরাত। পরাজিত করেন বিজেপি প্রার্থিকে। সম্প্রতি বিয়ের পর তিনি মাথায় সিঁদুর পরেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে নানা সমালোচনার শিকার হন নুসরাত। তবে সেই সমালোচনা গায়ে না মেখে নিজের মতো চলছেন এই নেত্রী ও জনপ্রিয় অভিনেত্রী।