
কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন এভারটন, গ্যাব্রিয়েল জেসুস ও রিকার্লিসন। পেনাল্টি থেকে পেরুর একমাত্র গোলটি করেন গুরেরো।
এ জয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১২ বছর পর কোন বড় শিরোপা জিতলো। এর আগে ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জেতে তারা। বিশ্বকাপ তো আরও পাঁচ বছর আগের স্মৃতি। নেইমারকে নিয়ে ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে হতাশ হয় সেলেকাওরা। দু’বারই তার ইনজুরি আফসোস দেয় ব্রাজিলিয়ানদের। এবার নেইমারকে ছাড়াই শিরোপা জিতে দেখালেন ব্রাজিল কোচ তিতে। কোপার আসর শুরুর আগেই নেইমার ইনজুরি নিয়ে ছিটকে যান।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোল করেন জেসুস। তার চার মিনিট আগে গোল করে সমতায় ফেরে পেরু। নতুন কিছুর আভাস দেয়। সেই ব্রাজিলকে আবার অথই জলে ফেলে মাঠ ছাড়েন জেসুস। ম্যাচের ৭৮ মিনিটে লাল কার্ড দেখেন তিনি। পরের সময়টা অবশ্য ভালোয় ভালোয় পার করে ব্রাজিল। শেষ সময়ে গোলও করে একটি। তার আগে ম্যাচের ১৫ মিনিটে গোল করেন এভারটন। শেষ সময়ে পেনাল্টিও এনে দেন গ্রেমিওতে খেলা এই ফুটবলার। পুরো ম্যাচ কি, পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেন এভারটন।