
যারা স্বপ্ন দেখার পাশাপাশি প্রচেষ্টা যুক্ত করে, তাদের অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়। তাই শিক্ষার্থীদের অনুরোধ জানাবো স্বপ্ন দেখতে। সেই স্বপ্ন শুধু পরিবার ও নিজের জন্য নয়। স্বপ্ন দেখতে হবে দেশ ও সমাজের জন্য। এই স্বপ্নের সঙ্গে প্রচেষ্টাকে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, উপাচার্য ড. আতিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। দিন্যব্যাপী অনুষ্ঠানমালায় আনন্দ শোভাযাত্রা, হিউম্যান ফ্ল্যাগ, আলোচনা সভা, ব্যান্ড শো ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।
হাছান মাহমুদ বলেন, যোগাযোগের অভাবে বেসরকারি বিশ্ববিদ্যালগুলো আন্তর্জাতিক রেটিংয়ে স্থান করে নিতে পারেনি। বিশ্বের যেসব দেশের বিশ্ববিদ্যালয়কে রেটিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর চেয়ে আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো। আমার কাছে মনে হয়, যোগাযোগের অভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো জায়গা করে নিতে পারেনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, আমরা যেন মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করি, যারা দেশকে পৃথিবীর মানচিত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।