
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় পুলিশের একটি চৌকোশ দল রবিবার রাত সাড়ে ১২ টার সময় সাগর (২৫) নামে এক যুবককে চোর সন্দেহে ও আব্দুর মালেক (২৮) কে মাতাল অবস্থায় পৌর শহরে ঘুরাফেরা করার সময় গ্রেফতার করে । পরে ৩ জুন সোমবার দুপুরে দু’জনকেই ফৌজধারি মামলায় জেলা জেলহাজতে প্রেরণ করে রানীশংকৈল থানা পুলিশ । থানা সূত্রে জানা যায়, আবদুর মালেক হরিপুরের জামুন ভূল্লীবাড়ি গ্রামের মৃত বশীর উদ্দিনের ছেলে এবং সাগর পীরগন্জ দৌলতপুর গ্রামের মৃত নূর মিঞার ছেলে। রানীশংকৈল থানা ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।