
‘আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হওয়ার প্রশ্নই আসে না। বর্তমান বাংলাদেশের পুলিশকে দশ বছর আগের পুলিশ ভাবলে হবে না। দেশে যতই বড় ঘটনা হোক না কেন, পুলিশ সেটা উদঘাটন করতে সক্ষম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উইমেন পুলিশ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রামে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সংরক্ষিত আসনের সাংসদ ওয়াসিকা আয়সা খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) আমেনা বেগম, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সভাপতি হাবিকা জাবেদ বক্তব্য রাখেন। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুরর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দুঃখজনক। এ ঘটনায় পুলিশ বসে নেই। দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, তদন্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা বাকিদের আটকের চেষ্টা চলছে।