1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকা-৮ আসনে রিকশাচালক সুজনের প্রার্থীতা: নাগরিক অধিকারের ইতিবাচক উদাহরণ পলাশবাড়ীতে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা বরখাস্তের পরও চেয়ারম্যানের চেয়ারে সেই ফ্যাসিস্ট যুবলীগ নেতা জাহাঙ্গীর ! দামোদরপুর ইউপিতে ক্ষোভ-উত্তেজনা বাড়ছে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাসাস-এর কার্যালয় উদ্বোধন গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সারা দেশে ৫.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত গাইবান্ধায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জেলা ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ সাদুল্লাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারী গ্রেফতার

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রতারণা থেকে সাবধান থাকতে জনসচেতনতা বৃদ্ধিকল্পে গাইবান্ধা পুলিশের ব্যাপক প্রচার অভিযানে পুলিশ সুপার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলায় ইতিহাস সৃষ্টি করলেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) আগামী ২৯ জুন পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগে এমপি, মন্ত্রী, সুপারিশ ও দালাল চক্র থেকে বিরত থেকে মেধাবিদের মধ্যে থেকে পরীক্ষার মাধ্যমে লোক নেওয়া হবে জেলা পুলিশের পক্ষ হতে জেলা জুড়ে শহর বন্দর গ্রাম গঞ্জে । পুলিশ সদস্য নিয়োগে তদবির কিংবা ধান্ধাবাজদের খপ্পর ও ঘুষ থেকে বিরত থাকতে গাইবান্ধা জুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ করছে গাইবান্ধা জেলা পুলিশ। পরীক্ষায় অংশ গ্রহনে সরকারি ঘোষিত ফি মাত্র ১০৩ টাকা দিয়ে বিনা ঘুষে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম কিনলেই পুলিশের চাকরি হবে। এসব তথ্য দিয়ে বেশকিছুদিন হলো জেলা পুলিশ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মসূচীসহ জেলা জুড়ে মাইকিং ও লিফলেট বিতরণ ও বিভিন্নভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে পুলিশে যোগ দেয়ার আহ্বান জানানো হয়।

বিগত সময়ে হতে জানা ও দেখা যায়, পুলিশ কনস্টেবল নিয়োগের সময় রাজনৈতিক নেতা ও বিভিন্ন প্রভাবশালীর কাছে তদবির নিয়ে ব্যস্ত থাকতেন চাকরি প্রত্যাশী পরিবারের লোকজন। এমনকি গরু, ছাগল, জমি ও শেষ সম্বল বসত ভিটা বিক্রি করে চাকরি নামের সোনার হরিণ ধরতে ঘুষের টাকা জোগাড় করতেন। এরপরও অনিশ্চয়তা কাটতোনা চাকরি আগ্রহী পরিবারের মাঝে। এমন পরিস্থিতি গাইবান্ধাবাসীকে বারবার মোকাবিলা করতে হয়েছে।

কিন্তু বিগত সময় গুলো দুর করতে এ বছর পুলিশ কনস্টেবল পদে ১০৩ টাকায় গর্বিত সদস্য হওয়ার আহ্বানে জেলা পুলিশের মাইকিং ও লিফলেট বিতরণ কেন্দ্র করে জেলাবাসীর মধ্যে আলোচনার ঝড় উঠেছে।

এরপর পাশাপাশি অনেক অসহায় গরিব পরিবারের যোগ্য সন্তানরা এবার পুলিশ নিয়োগের প্রতিযোগিতায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। গাইবান্ধার স্থানীয়রা বলেন, জীবনে প্রথমবার দেখলাম এবং শুনলাম পুলিশের চাকরির জন্য ঘুষ দিতে হবেনা। তাও আবার মাইকিং করে বলা হচ্ছে। যদি প্রচারণার সঙ্গে বাস্তবতার মিল থাকে, তাহলে মহান আল্লাহর কাছে শুকুরিয়া। কারণ যোগ্যতা থাকলে অসহায় ও গরিব অভিভাবকরাও বলতে পারবে আমার ছেলে কিংবা মেয়ে পুলিশ। এই সততার দৃষ্টান্ত দেখানোর জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানান ।

গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশালী আব্দুল মান্নান মিয়া বিপিএম জনসচেতনতায় আগামী ২৯ জুন গাইবান্ধা পুলিশ লাইন মাঠে কনস্টেবল পদে লোক নিয়োগ দেয়া হবে। এবারে সব মিলিয়া গাইবান্ধা থেকে ১৪৪ জন বাংলাদেশ পুলিশে স্থানপাবে। কিন্তু অভিযোগ আছে নিয়োগের সময় অনেকেই প্রতারণার শিকার হন। তাই মাইকিং করা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি বিভিন্ন ভাবে প্রচার অভিযান চলছে।

তিনি আরো বলেন, পুলিশের চাকরির জন্য শেষ সম্বল হাত ছাড়া করেন অনেক পরিবার। কিন্তু এসবের আশ্রয় নিলে উল্টো চাকরি হবেনা। কারণ যোগ্যতায় যারা আসবেন না, তারা হাজারও তদবির কিংবা এবারের নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে।

পুলিশ সুপার এসময় সবাইকেই আহ্বান করেন বলেন, ১০৩ টাকায় পুলিশে লোক নিয়োগের এ বার্তা জেলার অন্যান্য এলাকায় পৌঁছে দেবেন। সরকারি বিধি অনুযায়ী লাইনে দাঁড়াবে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা পর যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি পাওয়া যাবে। এবারো যারা নিয়োগের চূড়ান্ত তালিকায় আসবে, তাদের মাধ্যে ও যদি কেউ কাউকে ঘুষ দিয়ে চাকরিতে আসার প্রমাণ মিলে তাহলে যোগ্যতা থাকা সত্ত্বেও তদন্তপূর্বক প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে।এবং এমন কাজে জড়িত ব্যক্তিদের চিহৃিন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft