
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন রাস্তার বেহাল দশা হওয়ায় চলাচলে জনসাধারনের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রকাশ, উপজেলা সদরের বিভিন্ন গুরুত্ব পূর্ন রাস্তাগুলি র্দীঘ দিন থেকে মেরামত না করার কারনে কার্পেটিং উঠে গিয়ে খাল খন্দের ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তা গুলি দিয়ে ভ্যান, রিক্সা, মোটর সাইকেল তো দুরের কথা, পায়ে হেটেও চলাচলের দুস্কর ব্যাপার হয়ে দাড়িয়েছে। সামান্য বৃষ্টি হলে কোন কোন রাস্তাকে দেখে মনে হয় ছোট ছোট খাল। অথচ উক্ত রাস্তা গুলিই বিভিন্ন সরকারী প্রশাসনিক দপ্তরের সঙ্গেই সম্পৃক্ত। যেমন পীরগঞ্জ উপজেলা চত্বরের সামন দিয়ে মেডিকেল মোড় পর্যন্ত, উপজেলা প্রসাশনিক ভবনের পিছন দিয়ে সেটেলমেন্ট অফিসের সামন দিয়ে কলেজ রোড় পর্য়ন্ত,বাজার মোড় হতে পুরাতন প্রেসক্লাবের সামন দিয়ে পীরগঞ্জ প্রাথমিক মডেল স্কুল পর্যন্ত, পীরগঞ্জের সাবেক সাংসদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরমোহাম্মদ মন্ডললের বাসার সামন দিয়ে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় পর্যন্ত, বাজার মোড় হতে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের পূর্ব পার্শ্বে দিয়ে সর্দার পাড়া পুরাতন মসজিদ পর্যন্ত, ইসলামী ব্যাংক হতে দক্ষিণ দিক দিয়ে কারীগরি কলেজ পর্যন্ত, প্রজাপাড়া মোড় হতে হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মোড় পর্যন্ত। এ রাস্তা গুলি সংস্কারের ব্যাপারে পৌর মেয়র ও পীরগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএসএম তাজিমুল ইসলাম শামীমের সঙ্গে কথা হলে তিনি জানান, “পৌরসভা সদরের বিভিন্ন রাস্তার ও ড্রেনেস ব্যবস্থার কাজ খুব শিঘ্রই শুরু করা হবে”।