
বিনোদন ডেস্ক
ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি এখন গাঁটছড়া বাঁধেননি। হয়তো মনের মতো তেমন কাউকে পাননি কিংবা অজানা কোনও কারণে কারও সঙ্গে এক ছাদের নিয়ে থাকা হচ্ছে না তারা। গত দেড়যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন।
কাজ করেছেন বহু নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে। এবছর গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়েছেন পপি।
নতুন কাজের মধ্যে ‘সাহসী যোদ্ধা’, ‘সেভ লাইভ’, ‘স্বপ্নবাজী’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এই ছবির শুটিং করছেন তিনি।
এ প্রসঙ্গে পপি বলেন, ‘বিয়ে নয়, আমি ভয় পাই পরকীয়াতে। আমি বিয়ে করলাম। পরে দেখা যাবে জামাই অন্যের সঙ্গে পরকীয়া করছে! ইদানিং তো অনেক নায়িকাও দুই তিনটা করে বিয়ে করেও গোপন রাখছে। আবার বিয়ের পরও অন্যের সাথে পরকীয়াও করছে।’
বিয়ে নিয়ে আপাতত এরচেয়ে বেশি কিছু বলেননি এই ঢালিউড সেনসেশন। তবে পরিবার ও স্বজনদের নিয়ে যেন ভালো থাকতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন নায়িকা।