
টাঙ্গাইলে মাদ্রাসার পাশে স্যুটকেসের ভেতর থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর মাথা ও পাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মহর আলী (৪০)। নিহত মহর আলী পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারির ছেলে।
সোমবার সকালে পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল থানার ওসি সায়েদুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম জানান, মহর আলী বেড়াবুচনা বউবাজারে ফাহিম ফার্নিচারের ব্যবসা করত। রোববার বিকাল থেকে মহর আলী নিখোঁজ হয়। পরে রাতেই টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সকালে কাজীপুর মহিলার মাদ্রাসার পাশে তার মরদেহ পাওয়া গেছে এমন খবরে সেখানে গিয়ে মহর আলীর মরদেহ শনাক্ত করেন তারা। মরদেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলেও ওসি জানিয়েছেন।