গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের চারা বটগাছ এলাকায় মঙ্গলবার সকালে মাইক্রোবাস উল্টে আজিজুর ইসলাম(৩০)নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আজিজুল ইসলাম হাসপাতালে মারা যান।
খবর পেয়ে, গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ রতন শর্মা।উপজেলা ত্রান ও দুর্যোগ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অসহায় পরিবারটি শোকে পাগল প্রায় কিছু বলার বা দাবী করার নেই মরদেহ ও ১০ হাজার টাকায় প্রাথমিক শান্তনা হিসাবে দেওয়া হয়েছে। আসন্ন ঈদ কে সামনে রেখে জেলা জুড়ে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। গত ২৫ রমজান হতে আজ অবদি জেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ১৫ জনের অধিক আহত হয়েছে।