
২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী’ আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে গাইবান্ধা জেলা ছাত্রলীগ।
১৬ জুন রবিবার সকালে দিকে শহরের ১নং রেলগেট এলাকায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়। জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণের বাজেট এটি। শিক্ষাবান্ধব ও গণমুখী এ বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামালকে ধন্যবাদ জানান তারা।