
গাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কিশোর নিলয় হোসেনের (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় চব্বিশ ঘন্টা পর আজ ১৪ জুন শুক্রবার বিকালে কামারজানি ইউনিয়নের কাউন্সিলের বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিলয় হোসেন কামারজানি বন্দরের গো-ঘাট গ্রামের রেজাউল করিমের ছেলে। সে কামারজানি মার্চেন্ট স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার তার মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিন বন্ধু মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় নিলয়। এমন সময় গোসল করা অবস্থায় হঠাৎ সে নিখোঁজ হয়। পরে বন্ধুরা তাকে অনেক খোজাখুজি করে সন্ধান না পাওয়ায় চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা সেখানে গিয়ে অনেক খোজাখুজির পরও তার কোন সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।