
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২০ জুন বৃহস্পতিবার সকালে শহরে র্যালী ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, উপজেলা কৃষি অফিসার মো. আল ইমরান, সাংবাদিক আবেদুর রহমান স্বপন প্রমুখ।