
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কখনোই আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। শাস্তিপ্রাপ্ত অপরাধীর বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবে, সরকারের কিছু করার নেই।’
রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে প্রচার উপ-কমিটির সভার প্রাক্কালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। খবর বাসসের।
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঈদের পর বিএনপি’র আন্দোলন ও বেগম জিয়ার মুক্তি দাবী প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি গত ১০ বছর ধরে ঈদের আগে-পরে, গরমের পরে, শীতের আগে- এমন বিভিন্ন সময়ে আন্দোলনের কথা বলে আসছে, আসলে কখন তাদের আন্দোলন হবে, তা কেউ বলতে পারে না। এসব বলে বিএনপি নিজেদের আর হাস্যস্পদ না করাই ভালো।’
তিনি আরো বলেন,’আর এটা স্পষ্ট যে শাস্তিপ্রাপ্ত কোনো অপরাধীকে মুক্তি দেয়ার বিষয়ে সরকারের কিছু করার নেই, আদালতই সিদ্ধান্ত দেবে। তাই বেগম জিয়ার মুক্তি আন্দোলনের মাধ্যমে সম্ভব নয়’।
‘এ কে খন্দকার তার লেখা গ্রন্থে ভুলের জন্য জাতি ও জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার কাছে ক্ষমা চেয়েছেন, তার এ বোধোদয়ের জন্য ধন্যবাদ’ উল্লেখ করে ভুলের জন্য তিনি যাদের দায়ী করেছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তার অভিযোগ গুরুতর। তিনি আদালতে উত্থাপনের মাধ্যমেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’
‘পণ্যের যথেষ্ট মজুদ ও ব্যবসায়ীদের সাথে আলাপের মাধ্যমে এবার রমজানে পণ্যমূল্য বৃদ্ধি না পাওয়া, খাদ্যে ভেজালরোধ এবং ঈদযাত্রা নির্বিঘœ করতে সরকারের সক্ষমতা প্রশংসাযোগ্য’ বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ বছরে যোগাযোগ ক্ষেত্রে বিপুল উন্নয়ন করেছে সরকার। ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করায় এবার ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।
’
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল গণমাধ্যমকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী।