
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণতন্ত্রের ধারণা স্ববিরোধিতায় পূর্ণ। তাদের আন্দোলন করার সক্ষমতা থাকলে করে দেখাক।
দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন।
কাদের জানান, আওয়ামী লীগের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। দলকে দুর্নীতির ছায়া থেকে দূরে রেখে ঢেলে সাজানো হচ্ছে। উৎসবমুখর পরিবেশে মাসব্যাপি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
তিনি বলেন, বিএনপি আন্দোলন করবে তা বার বার বলেই যাচ্ছে। এখনো তারা পুরোনো কথাই বলছেন। দশ বছর ধরে তাদের আন্দোলন করতে দেখছি এখন কবে দেখবো তারাই জানেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।