
অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার কোনও নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বনানী হোটেল সেরিনায় নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র অনির্বাচিত দেশ বাংলাদেশ। এই অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়।
বিএনপির এই নেতা বলেন, ‘সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে। এভন যে এক মিলিয়নের বাজেট তিন মিলিয়ন দেয়া হচ্ছে এই টাকা আমার আপনার পকেট থেকেই নেয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট কেটে নেবে।
২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকার ঘাটতি রয়েছে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ঘাটতির প্রভাব মানুষের দৈনন্দিন জীবনে পড়বে।
সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের এই বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট তো জনগণের। জনগণকে কোনো না কোনোভাবে এই ঘাটতি মেটাতে হবে। সেটা অতিরিক্ত গ্যাস বিল দিয়ে হোক বা অতিরিক্ত বিদ্যুৎ বিলের মাধ্যমে হোক। ফলে এর প্রভাব সরাসরি জনগণের ওপরই পড়বে।
এবার সবচেয়ে বড় বাজেট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাজেটের আকৃতি সব সময় বাড়ে। বাংলাদেশের ইতিহাসে বাজেটের আকার কোনো বছর কখনোই কমেনি।