
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিয়েছেন। জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসকসহ অন্যান্য জনবল এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, দ্রুত রোগী পরিবহনের জন্য প্রতিটি উপজেলা হাসপাতালগুলোতে এ্যাম্বুলেন্সসরবরাহ করা হয়েছে।
তিনি আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে একটি নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তরকালে এ কথা বলেন।
গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফের সভাপতিত্বে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবু, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।