
চিকিৎসা শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে পরদিন অর্থ্যাৎ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, বিএনপি মহাসচিব একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকক থেকে দেশে ফিরবেন। শুক্রবার বেলা ১১টায় তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপি মহাসচিব।
এর আগে ১৫ মে চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি হার্টের সমস্যায় ভুগছেন।