
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১২টার দিকে আসাদগেটে আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ গেটের আড়ংয়ের সামনের মোড়ে রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল দ্রুত পার হচ্ছিল। একই সময় আসাদ গেট এলাকা থেকে একটি ট্রাক এসে ওই মোড়টি পার হওয়ার চেষ্টা করে। তখন মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যায় এবং ট্রাকটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রানা মৃধা। তার বাবার নাম সোলেমান মৃধা। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানাধীন ইসলামপুরে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, রাত ১২টার দিকে আসাদগেটে আড়ংয়ের সামনে একটি ট্রাক মোটরসাইকেটিকে ধাক্কা দেয় এবং এর ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলের চালক নিহত হন। নিহত ব্যক্তি উবারের মোটরসাইকেল চালাতেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।