
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র জঙ্গিতোষণ ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতাই দেশে জঙ্গিবাদ নির্মূলে সবচেয়ে বড় বাধা।’
আজ রোববার রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘর মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের আয়োজনে জঙ্গীবাদ বিরোধী সেমিনারে তিনি এই কথা বলেন।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বিশেষ অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিকী সম্মানিত অতিথি, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারাকাত প্রধান আলোচক এবং অধ্যাপক ড. জিনাত হুদা ওয়াহিদ ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দল ও জোট জঙ্গি তোষণ ও পোষণ করেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশকিছু দল আছে, যাদের নেতারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত। তারা এক সময় স্লোগান দিত, ‘আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান’। এ স্লোগান যারা দিয়েছে তারা এখনও ২০ দলীয় জোটে সম্পৃক্ত।
তিনি বলেন, বাংলার জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে তিনি জঙ্গি নির্মূলে সবাইকে নিয়ে নানা ব্যবস্থা গ্রহণ করলেন। তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়াসহ বিএনপির নেতারা বিবৃতি দিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন জঙ্গিদের হত্যা করা হয়।
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, খালেদা জিয়া আরও এক ধাপ বাড়িয়ে বলেছিলেন কিছু লোককে ধরে আটক রাখা হয়। তাদের চুল-দাড়ি লম্বা হলে জঙ্গি হিসেবে আখ্যা দিয়ে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে জঙ্গি নির্মূলের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষক হচ্ছে জঙ্গি নির্মূলে বড় প্রতিবন্ধকতা।