
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রানা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে।
আজ সোমবার ( ৬ মে) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র্যাবের ২ সদস্য আহত হয়েছে। নিহত তিন বনদস্যুর পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে বনদস্যুরা অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় বনদস্যুরা র্যাবের উপর গুলি বর্ষণ করে। একপর্যায়ে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি করে আহত অবস্থায় ৩ বনদস্যুকে উদ্ধার করে মোংলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।