
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুরে বগুড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজিত এ সমাবেশ আজ বগুড়া শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, মো. হাবিবুর রহমান, সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক মু. নুরুজ্জামান শরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বগুড়ার পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল ও জেলা শিক্ষা অফিসার মো. আমিন উদ্দিন মন্ডল ।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তরা বলেন, ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে মাদককে নির্মুল করতে হবে। মাদক বন্ধ করতে পারলে সন্ত্রাস ও অবৈধ অর্থের পথও বন্ধ হবে। লেখাপড়ার পাশাপাশি কিশোর-তরুনদের খেলাধুলাসহ অন্যান্য সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তারা সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান।