
বগুড়ার শেরপুর উপজেলায় দুই দল সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার শফিউর রহমান জ্যোতি (৫৮) নিহত হয়েছেন।
আজ বুধবার (১ মে)ভোর রাতে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জ্যোতি ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মোজাফফর হোসেন মাস্টারের ছেলে।
তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানা যায় নিহত শফিউর রহমান জ্যোতি ছিলেন চরমপন্থি দলের আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে নাটোরের বামিহাল পুলিশ ফাঁড়ি লুটসহ ৬টি হত্যা মামলা রয়েছে। এছাড়া একটি মামলায় নিম্ন আদালত তাকে ৫৫ বছরের সাজা দেন। পরে উচ্চ আদালত থেকে সেই মামলায় জামিন নেন তিনি।