
আব্দুস সালাম শাহীন শেরপুর (বগুড়া) প্রতিনিধি।
বগুড়ার শেরপুরের ভাটরা গ্রামে পাওয়ার টিলার উল্টে মো. আব্দুল্লাহ আল মামুন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মামুন উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মো. আজিমুদ্দিন শেখের ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার বিকালে মির্জাপুর থেকে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার পাওয়ার টিলারটি উল্টে যায়। এসময় সে গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত মামুন খানপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিন আল আজাদের ছোট ভাই বলে জানা গেছে।